শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের আনন্দ সম্মেলন ২০২৩ সম্পন্ন

বিকুল চক্রবতী॥ আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের আনন্দ সম্মেলন ২০২৩। দিনব্যাপী এ সম্মেলনে ছিল সংগীতানুষ্ঠান, খেলাধুলা, পুরস্কার বিতরণ এবং প্রাকৃতিক পরিবেশের উপর রিপোর্টিং ও ছবি ধারণ প্রতিযোগীতা।
২ জানুয়ারি শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাব সভাপতি অ্যাডভোকেট এ এস এম আজাদুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তীর সঞ্চালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানু লাল রায়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম সরদার, মৌলভীবাজার জেলা পরিষদ সদস্য মশিউর রহমান রিপন, লালতীরের বিভাগীয় ব্যবস্থাপক তাপস চক্রবর্তী, বিদ্যাবিল চা বাগানের ব্যবস্থাপক জার্জিস হোসাইন, ইউপি সদস্য সেলিম হক, কাতার প্রবাসী সুব্রত চক্রবর্তী, সমাজসেবী কাউছার আহমদ, শ্রীমঙ্গল থানা ট্রাফিক ইন্সপেক্টর তপন তালুকদার, ওসি অপারেশন এ কে এম ফজলুল হক প্রমুখ। অনুষ্ঠানে জাদু প্রদর্শন করেন রজত শুভ্র চক্রবর্তী। রাতে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশনেন সংগীত শিল্পী তারেক ইকবাল চৌধুরী, ইমন দেব চৌধুরী ও মলয় দত্ত।
এ সময় বিভিন্ন প্রতিযোগীতায় পুরস্কার বিজয়ী হন সাংবাদিক শামীম আক্তার হোসেন, চৌধুরী ভাস্কর হোম, কাউছার আহমদ রিয়ন, চৌধুরী নিহারেন্দু হোম সজল, বঙ্গ কবি লুৎফুর রহমান, সঞ্জয় কুমার দে, শফিকুল ইসলাম রুম্মন, রাজকুমার সিংহ সৌমেন, রাসেল আহমদ, জহিরুল ইসলাম সুহেল, কেএসএম আরিফুর রহমান, বর্ণ চক্রবর্তী ও ইব্রাহীম।
মন্তব্য করুন