শ্রীমঙ্গল ফুলছড়া মাঠে চা শ্রমিক জনগোষ্ঠীর অন্যতম বৃহৎ ফাগুয়া উৎসব, সকল প্রস্তুতি সম্পন্ন

April 12, 2025,

শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গল ফুলছড়া মাঠে দেশের সকল চা শ্রমিক জনগোষ্ঠীর আয়োজনে শুরু হতে যাচ্ছে বর্ণিল ফাগুয়া উৎসব। উৎসবকে ঘিরে ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে সকল প্রস্তুতি। আয়োজক ও স্থানীয়দের মাঝে বইছে উৎসবের আমেজ।

শনিবার ১২ এপ্রিল সকালে জাতীয় সংগীতের মাধ্যমে উৎসবের উদ্বোধন করবেন অনুষ্ঠানের প্রধান অতিথি সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা ও খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। অনুষ্ঠানে সভাপতিত্ব করার কথা রয়েছে মৌলভীবাজার জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেন।  দিনব্যাপী ফাগুয়া উৎসবে চা শ্রমিক জনগোষ্ঠীর অন্যতম বৃহৎ সাংস্কৃতিক আয়োজন হিসেবে পরিচিত। বর্ণাঢ্য র‌্যালি, ঐতিহ্যবাহী নৃত্য-গীত, সাংস্কৃতিক পরিবেশনা, খেলাধুলা এবং স্থানীয় পণ্যের প্রদর্শনী থাকছে এবারের উৎসবে।

এছাড়া চা-শ্রমিক জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী ও বর্ণিল আয়োজনে আরোও থাকছে তাদের প্রত্যাক জাতিগোষ্ঠী বিভিন্ন অনুষ্ঠান, যেমন, গুরুবন্দনা (ভোজপুরী), কুমুর দ্বৈত (বাড়াইক), হালি গীত (ভোজপুরী),পত্র সওরা (উড়িষ্যা),ডাল ও কাঠি নৃত্য (তেলেও), চড়াইয়া নৃত্য (উড়িষ্যা), কমেডি (ভোজপুরী) হাড়ি নৃত্য (উড়িষ্যা),ঝুমুর (মাহাতো কুর্মী), বিরহা, হোলি গীত (ভোজপুরী),হোড়কা বাদ্যযন্ত্রের সাহায্যে, হোলি গীত (গড় সম্প্রদায়) ইত্যাদি।  ফাগুয়া উৎসব উদযাপন পরিষদ শ্রীমঙ্গলের আহবায়ক প্রতিম দাশ জানান, ফাগুয়া উদ্বোধন করবেন প্রধান অতিথি সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা ও খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। স্থানীয় প্রশাসনের সহযোগিতায় উৎসবের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশ, আনসার ও স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে গঠিত টিম সার্বক্ষণিক নিরাপত্তা রক্ষা করবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com