শ্রীমঙ্গল সরকারি কলেজের বার্ষিক সাহিত্য-সংস্কৃতি প্রতিযোগিতা অনুষ্ঠিত

May 11, 2023,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গল সরকারি কলেজের বার্ষিক সাহিত্য-সংস্কৃতি প্রতিযোগিতা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ১০ মে শ্রীমঙ্গল সরকারি কলেজের ৩ দিনব্যাপী বার্ষিক সাহিত্য-সাংস্কৃতি প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

৩ দিনব্যাপী আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় সরকারি কলেজের শিক্ষার্থীরা স্বতস্ফূর্তভাবে অংশ নেয়। প্রতিযোগিতার বিষয় ছিলো কেরাত, হামদ-নাত, বক্তৃতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধ, বাংলা রচনা প্রতিযোগিতা, বাংলা কবিতা আবৃত্তি (স্বরচিত নির্বাচিত), ইংরেজি বক্তব্য প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতা (একক), তাৎক্ষণিক অভিনয়, উচ্চাঙ্গ নৃত্য ও লোক নৃত্য।

রবীন্দ্র সংঙ্গীত, নজরুল সঙ্গীত, দেশাত্মবোধক গান, উচ্চাঙ্গ সংগীত, লোক সংঙ্গীত (ভাওইয়া ভাটিয়ালী, পল্লীগীতি, লালনগীতি) ও জারীগান (দল ভিত্তিক) প্রতিযোগিতার আয়োজন করা হয়।

সভাপতিত্ব করেন সাহিত্য-সংস্কৃতি প্রতিযোগিতা পরিচালনা কমিটির আহ্বায়ক মো: শোমসের আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর দীপ চাঁন কানু।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর রফি আহমদ চৌধুরী ও শিক্ষক পরিষদের সম্পাদক বিজন চন্দ্র দেবনাথ।

ইউটিউবে দেখুন পাতাকুঁড়ির ভিডিও গ্যালারি

মৌলভীবাজারে নবাগত জেলা প্রশাসক মতবিনিময় করলেন সাংবাদিকদের সাথে

কম্বাইন হারভেস্টার দিয়ে ধান কাটা , মাড়াই জাড়াই এক সাথে হচ্ছে

কাউয়াদিঘি হাওরে কৃষকদের নিয়ে বোরো ধান কর্তন করলেন জেলা প্রশাসক উর্মি বিনতে সালাম

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের উদ্যোগে ভাড়াউড়া চা বাগানে মে দিবস পালিত

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com