সাবেক প্রতিমন্ত্রী এবাদুর রহমান চৌধুরীর মৃত্যুতে পরিবেশমন্ত্রীর শোক
স্টাফ রিপোর্টার॥ সাবেক প্রতিমন্ত্রী ও মৌলভীবাজার-১ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট এবাদুর রহমান চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এমপি।
বুধবার ৬ সেপ্টেম্বর এক শোকবার্তায় পরিবেশমন্ত্রী মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকবার্তায় পরিবেশমন্ত্রী জানান, মরহুম এবাদুর রহমান চৌধুরী ছাত্রজীবন থেকেই রাজনীতি শুরু করেন। তিনি সুপ্রিম কোর্টের একজন আইনজীবি ছিলেন।
চারদলীয় জোট সরকারের আমলে তিনি প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তিনি তাঁর কর্মের জন্য বড়লেখাবাসীর কাছে স্মরণীয় হয়ে থাকবেন।
উল্লেখ্য, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য, মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য অ্যাডভোকেট এবাদুর রহমান চৌধুরী বুধবার ৬ সেপ্টেম্বর বিকেল তিনটায় ঢাকায় ইবনে সিনা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন জটিল রোগে ভোগছিলেন। মৃত্যুকালে তিনি তিন কন্যা, জামাতাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।
মন্তব্য করুন