সাম্রাজ্যবাদী বিদেশী শক্তির হাত থেকে দেশ ও সম্পদ রক্ষায় বাম জোটের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার : কথিত মানবিক করিডোরের নামে বাংলাদেশের সাম্রাজ্যবাদী যুদ্ধে জড়ানোর চক্রান্ত রুখে দাঁড়ানো, চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল বিদেশীদের দেয়ার সিদ্ধান্ত বাতিল করা এবং কাতারকে বাংলাদেশে সামরিক সরঞ্জাম তৈরির কারখানা প্রতিষ্ঠার অনুমতি না দেয়ার দাবিতে বাম গণতান্ত্রিক জোট মৌলভীবাজার জেলা শাখার বিক্ষোভ সমাবেশ মৌলভীবাজার চৌমুহনায় বেলা ৫ ঘটিকার সময় অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ মৌলভীবাজার জেলা সমন্বয়ক অ্যাডভোকোট মঈনুর রহমান মগনু এবং সঞ্চালনা করেন বাসদ জেলা সদস্য বিশ্বজিৎ নন্দী। বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) মৌলভীবাজার জেলা কমিটির সম্পাদকমন্ডলীর সদস্য জহর লাল দত্ত, বাসদ জেলা সদস্য রেহনোবা রুবাইয়াৎ, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জেলা সংসদের সভাপতি জ্যোতিষ মোহন্ত সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক রাজিব সূত্রধর প্রমুখ নেতৃবৃন্দ।
সমাবেশে উপস্থিত ছিলেন বাসদ জেলা সদস্য হৃদয় অধিকারী, সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট জেলা সদস্য বাদল দাস, যুব ইউনিয়ন জেলা সংসদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনোতোষ দাস প্রমুখ।
মন্তব্য করুন