স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহের মৃত্যুতে পরিবেশমন্ত্রীর শোক

June 29, 2022,

স্টাফ রিপোর্টার॥ বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্মল রঞ্জন গুহের মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এম.পি।
২৯ জুন বুধবার এক শোকবার্তায় পরিবেশমন্ত্রী জানান, প্রয়াত নির্মল রঞ্জন গুহ ছিলেন একজন কর্মীবান্ধব নেতা। তিনি সর্বদা নেতাকর্মীদের খোঁজ খবর নিতেন। মন্ত্রী বড়লেখায় নির্মল রঞ্জন গুহের সাম্প্রতিক সাংগঠনিক সফরের কথা স্মরণ করে বলেন, সংগঠনকে শক্তিশালী করতে তিনি দেশের বিভিন্ন প্রান্তে ছুটে বেড়িয়েছেন। তাঁর মৃত্যু স্বেচ্ছাসেবক লীগ তথা আওয়ামী লীগের জন্য এক অপূরনীয় ক্ষতি।
মন্ত্রী নির্মল রঞ্জন গুহের আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com