আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষ্যে মৌলভীবাজার ডিস্ট্রিক পলিসি ফোরামের আলোচনা সভা

স্টাফ রিপোর্টার॥ “তথ্য প্রযুক্তির যুগে জনগণের তথ্য অধিকার নিশ্চিত হোক” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে মৌলভীবাজারে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে।
২৮ সেপ্টেম্ভর বুধবার মৌলভীবাজার ডিস্ট্রিক পলিসি ফোরাম’ এর আয়োজনে মৌলভীবাজার সার্কিট হাউস মুন হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মৌলভীবাজার ডিস্ট্রিক পলিসি ফোরাম এর সভাপতি নজরুল ইসলাম মুহিব এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক পরিতোষ দেব এর পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিশেষ অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানিয়া সুলতানা। বিশেষ অতিথি ছিলেন জেলা তথ্য অফিসের উপ-পরিচালক আনোয়ার হোসেন মৌলভীবাজার আলী আমজদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ময়নুল হক।
বক্তব্য রাখেন সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রিপন কুমার দাশ, জেলা সমাজসেবা বিভাগের এডি সাইফ উদ্দিন, ইসলামি ফাউন্ডেশনের উপ-পরিচালক আনোরুল কাদির, মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক শাহ আব্দুল ওয়াদুদ, হযরত সৈয়দ শাহ মোস্তফা (র:) কলেজের সহকারি অধ্যাপক মো: আছাদুল্লাহ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শামসুর রহমান, জেলা ক্রিড়া অফিসার মাজহারুল মজিদ, সাংবাদিক ইমাদ উদ্দ দীন, মাহবুবুর রহমান রাহেল, পিন্টু দেবনাথ, পি,ফর ডি প্রকল্পের সিলেট বিভাগের রিজিন্যাল কো-অডিনেটর (আর,সি) আলমগীর মিয়া ও ডিষ্ট্রিক ফ্যাসিলেটর আকলিমা চৌধুরী প্রমুখ।
বক্তরা বলেন সু-শাসনের পূর্বশর্ত দুর্ণীতিমুক্ত সচ্ছ ও জবাবদিহিতামূলক জনসেবা নিশ্চিত করা। আর এ জন্য অবাধ তথ্য প্রবাহ নিশ্চিত করতে হবে। তথ্য অধিকার আইন অনুযায়ী সরকারী-বেসরকারী সকল প্রতিষ্ঠানের স্বপ্রণোদিত হয়ে তথ্য প্রকাশ করা উচিৎ। তথ্য অধিকার আইন হলো এমন একটি আইন যা জনগন কতৃপক্ষের উপর প্রয়োগ করতে পারেন। এই আইনের বিধানাবলী সাপেক্ষে,কর্তৃপক্ষের নিকট হতে প্রত্যেক নাগরিকের তথ্য লাভের অধিকার নিশ্চিত করা হয়েছে। কোন নাগরিকের আবেদনের প্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাকে তথ্য সরবরাহ করতে বাধ্য থাকেন।
মন্তব্য করুন