(ভিডিও সহ) আলী আমজাদ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

January 19, 2017,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের ক্রীড়া নৈপুণ্য প্রদর্শনের পাশাপাশি নানা পুরস্কার জেতার বাসনায় অপেক্ষায় থাকে বছরের একটি বিশেষ দিন তথা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার জন্য। ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও জাঁক-জমকপূর্ণ আয়োজনের মধ্য বিদ্যালয় ক্যাম্পাসে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
১৯ জানুয়ারী বৃহস্পতিবার বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুর রাজ্জাক এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা এ এস এম আব্দুল ওয়াদুদ প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, শুধু পড়ালেখায় নয়,ভাল মানুষ এবং সুনাগরিক হতে হলে খেলাধুলার বিকল্প নেই। পড়াশোনার পাশাপাশি মেধা ও মননকে উজ্জীবিত রাখতে প্রযোজন খেলাধুলা ও শরীর চর্চা।


প্রধান অতিথি প্রতিযোগিতার উদ্বোধন এবং শিক্ষার্থীদের কুচকাওয়াজের মাধ্যমে সালাম গ্রহণ করেন। এর পর শুরু হয় বিভিন্ন ইভেন্টের ক্রীড়া প্রতিযোগিতা। প্রভাতী ও দিবা শাখার ৪২টি ইভেন্টে শিক্ষার্থীরা অংশ নেয়।
প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টের মধ্যে উল্লেখযোগ্য ছিল, দৌড়, ব্যাঙ দৌড়, রিলে দৌড়,স্কিপিং,বর্ষা নিক্ষেপ ইত্যাদ্দি। অনুষ্ঠানে সবচেয়ে আকর্ষণীয় ছিল যেমন খুশি তেমন সাজো এবং শিক্ষক শিক্ষিকা, অতিথি ও অভিভাবকদের জন্য দৌড় ও পিলো পাসিং। দিনব্যাপি আনন্দ-উচ্ছাসপূর্ণ এ প্রতিযোগিতা বিচারকদের রায় শেষে প্রধান অতিথি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com