ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
March 21, 2023,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা শুক্রবার ১৭ মার্চ উপজেলা পরিষদ জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পর্যায়ে কেরাত, আজান, কবিতা আবৃত্তি, ৭ই মার্চের উপর উপস্থিত বক্তৃতা, ইসলামী গান, রচনা ও ইসলামী জ্ঞান বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিদের প্রাণবন্ত অংশগ্রহণে ৭ বিষয়ের প্রতিযোগিতার গ্রুপ ভিত্তিতে মোট ৭৫ জন প্রতিযোগী অংশগ্রহণ করে
প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আলোচনা অনুষ্ঠানে ইফা শ্রীমঙ্গলের ফিল্ড সুপারভাইজার আব্দুল বারী’র সভাপতিত্বে ও মডেল কেয়ারটেকার আব্দুর রব’র পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মোহাম্মদ মিটুন। উপস্থিত ছিলেন জাতীয় ইমাম সমিতির শ্রীমঙ্গল সভাপতি মাওলানা আব্দুল মান্নান।
মন্তব্য করুন