উন্নয়নের স্বার্থে বিজয়ী করতে গণমাধ্যম কর্মীদের সহযোগিতা চান নৌকার প্রার্থী শাহাব উদ্দিন

December 11, 2018,

বড়লেখা প্রতিনিধি॥ উন্নয়নের ধারা অব্যাহত রাখার স্বার্থে আবারো বিজয়ী করতে গণমাধ্যম কর্মীদের সহয়োগিতা চাইলেন মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের আ’লীগ দলীয় প্রার্থী হুইপ শাহাব উদ্দিন এমপি। তিনি ১১ ডিসেম্বর মঙ্গলবার বড়লেখায় আ’লীগের নির্বাচনী প্রধান কার্যালয়ে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা করেন। মতবিনিময় সভায় আ’লীগ সরকারের আমলে তার নির্বাচনী এলাকার সড়ক-সেতু-কালভার্ট, যোগাযোগ ব্যবস্থাসহ, নানা অবকাঠামো নির্মাণ, শিক্ষা, ¯¦াস্থ্য ও বিদ্যুৎ ব্যবস্থার ব্যাপক উন্নয়নের চিত্র তুলে ধরেন। উন্নয়নের ধারাবাহিতকতার জন্য আবারও আ’লীগের ক্ষমতায় আসা দরকার। দেশের মানুষের কল্যাণে, মানুষের জীবন যাপনের উন্নয়নে আ’লীগ গত ১০ বছর ধরে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কাজ করে গেছে। গ্রামের মানুষের মাঝে শহরের সুবিধা পৌছে দিয়েছে। মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখতে স্বাধীনতার স্বপক্ষের শক্তি আ’লীগকে আবারও  ক্ষমতায় ফেরা দরকার। তাই এলাকার উন্নয়ন তথা সমগ্র দেশের উন্নয়নের স্বার্থে নৌকার পক্ষে আসন্ন নির্বাচনে গণমাধ্যম কর্মীদের সার্বিক সহয়োগিতা কামনা করেন। তিনি আশা করেন গণমাধ্যমকর্মীরা তার সরকারের উন্নয়নের সঠিক চিত্র তুলে ধরলে জনগণ অবশ্যই পুনরায় তাকে তথা আ’লীগকে নির্বাচিত করবেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি অসিত রঞ্জন দাস, সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এপিপি গোপাল দত্ত বাবলু, যুগান্তর প্রতিনিধি আব্দুর রব, ভোরের কাগজ প্রতিনিধি মিজানুর রহমান, রুয়েল কামাল, সাংবাদিক কাজী রমিজ উদ্দিন, জালাল আহমদ, তপন কুমার দাস, সুলতান আহমদ খলিল, এজে লাভলু। এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমা-ার ও উপজেলা আ’লীগের সহসভাপতি সিরাজ উদ্দিন, জেলা পরিষদ সদস্য শহিদুল আলম শিমুল, পৌর কাউন্সিলার জেহিন সিদ্দিকী প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com