উন্নয়নে বিশ্বের বিষ্ময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা : আব্দুস শহীদ এমপি

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি বলেছেন, এক সময় পুরাতন বই কিনে পড়তে হতো। এখন বছরের প্রথম দিনে বিনামূল্যে নতুন বই দেয়া হয়। এটা বিষ্ময়কর হলেও বাস্তব। আর বিষ্ময়ের কারিগর প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, উন্নয়নে বিশ্বের বিষ্ময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার ২৮ জানুয়ারি সকালে শ্রীমঙ্গল শহরের বারিধারা আবাসিক এলাকায় শ্রীমঙ্গলে নটরডেম স্কুল এন্ড কলেজের স্মারক সংকলণ “নতুন কুঁড়ি” এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নটরডেম স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি ড. ফাদার জর্জ কমল রোজারিও এর সভাপতিত্বে সংবর্ধনা ও পরিচিতি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানুলাল রায়, উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন, শ্রীমঙ্গল সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সৈয়দ মুয়ীজুর রহমান, সাবেক অধ্যক্ষ লোকেশ চন্দ্র দেব, নটরডেম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ফাদার প্রশান্ত নিকোলাস ক্রুশ, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জগতজ্যোতি ধর শুভ্র।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত ও একুশে টেলিভিশনের মৌলভীবাজার জেলা প্রতিনিধি বিকুল চক্রবর্তী ও শ্রীমঙ্গল চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহর তরফদারসহ শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও অবিভাবকবৃন্দ।
অনুষ্ঠানে শিক্ষা ক্ষেত্রে ভূমিকা রাখায় ড. উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি, উপজেলা চেয়ারম্যান ভানুলাল রায়, ড. ফাদার জর্জ কমল রোজারিও ও ঢাকা নটরডেম’র প্রাক্তন শিক্ষার্থী শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সংগীত পরিবেশন করেন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা।
মন্তব্য করুন