এমন একটি দেশ গড়তে চাই, যে দেশে মানুষ মর্যদা পাবে তার যোগ্যতা অনুযায়ী : ডা: শফিকুর রহমান

April 29, 2025,

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান বলেছেন, সমাজে নারী পুরুষ ধর্ম বর্ণ নির্বিশেষে এমন একটি দেশ গড়তে চাই। যে দেশে মানুষ মর্যদা পাবে তার যোগ্যতা অনুযায়ী। সে কোন দলের সেটি দেখার বিষয় নয়।

তিনি আরও বলেন, আগে পরীক্ষায় ভালো রেজাল্ট পেয়ে উত্তৃর্ণ হলে দেখার জন্য মানুষ বাড়িতে যেত। এখন কিছু  ছাত্র দেখলে বলে তোমরা আমাকে মাফ করো। এর জন্য মাদক, অস্ত্র, মাস্তানীতে কিছু মাফিয়া গ্রুপ তাদের স্বার্থে এই ছাত্র বাচ্ছাদের নষ্ট করছে।

তিনি মঙ্গলবার ২৯ এপ্রিল মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভুকশিমইল বাজার এলাকায় জামায়াতে ইসলামীর দাওয়াতি গণসংযোগ ও সহযোগী সদস্য সংগ্রহ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

দাওয়াতি অনুষ্ঠানে বিশেষ অতিথি বক্তব্য রাখেন সিলেট মহানগর আমির মো: ফখরুল ইসলাম, মৌলভীবাজার জেলা আমির ইঞ্জিনিয়ার সাহেদ আলী, সেক্রেটারি ইয়ামির আলীসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দরা।

এতে কুলাউড়া ও জুড়ীর নেতা কর্মী অংশ নেন। পরে তিনি কুলাউড়া ও জুড়ী উপজেলার বিভিন্ন স্থানে আরও ৭টি দাওয়াতি ও অমুসলিমদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com