কমলগঞ্জের আদমপুর বাজারে ফিস সেড উদ্বোধন

January 1, 2023,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ উপজেলার আদমপুর বাজারে বাংলাদেশ সরকার ও জাইকার অর্থায়নে নির্মিত  ফিস সেড এর উদ্বোধন করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগের উপজেলা পরিচালন ও উন্নয়ন  প্রকল্প (ইউজিডিপি)’র আওতায়  কমলগঞ্জ উপজেলা পরিষদের বাস্তবায়নে আদমপুর বাজার ফিস সেড ও ড্রেন নির্মাণ  উপ প্রকল্পের  ১২ লক্ষ ২৮ হাজার ৩২ টাকা বরাদ্দকৃত ব্যয়ে ২০২১-২২ অর্থ বছরে এ ফিস সেড নির্মিত হয়।

শনিবার ৩১ ডিসেম্বর বিকাল ৫টায় কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক মো: রফিকুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ফিস সেড এর উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সিফাত উদ্দিন, আদমপুর ইউপি চেয়ারম্যান মো: আবদাল হোসেন, এলজিইডি’র উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম, জাইকা প্রতিনিধি মুজিবুর রহমান, স্থানীয় ইউপি সদস্য রুসন মিয়া, আব্দুল গফুর, ইজারাদারসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com