কমলগঞ্জে চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

August 2, 2022,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জে চার ব্যবসা প্রতিষ্ঠানকে ৮ হাজার ৫শত টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
২ আগস্ট মঙ্গলবার দুুপুর ১২টার দিকে উপজেলার মাধবপুর বাজার এলাকায় র‌্যাব-৯ ফোর্সের সহযোগিতায় এ জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন।
এসময় নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে পণ্য বিক্রি, মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি, ট্রেড লাইসেন্স না থাকা ও মূল্য তালিকা না রাখায় মাধবপুর বাজারের মেসার্স আশরাফুল ট্রেডার্সকে ৩ হাজার টাকা, শরিফ ভেরাইটিজ স্টোরকে ১হাজার টাকা , মুসলিম ভেরাইটিজ স্টোরকে ৫শত টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।
এছাড়া একজন ভোক্তার লিখিত অভিযোগের ভিত্তিতে মাধবপুর লেকে অবস্থিত ব্যবসা প্রতিষ্ঠান স্বপ্নলোককে নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে আইসক্রীম বিক্রির সত্যতা পাওয়ায় ৪ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন জরিমানার পঁচিশ ভাগ এক হাজার টাকা অভিযোগকারীকে প্রদান করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com