কমলগঞ্জে চা বাগান ও পাহাড়ি এলাকায় আল্ট্রা ট্রেইল ম্যারাথন শুক্রবার

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ উপজেলার শমশেরনগর চা বাগান ফুটবল মাঠ থেকে চা বাগানের আঁকা বাঁকা পথ ও পাহাড়ি এলাকায় শুক্রবার ২ ডিসেম্বর ভোর থেকেই শুরু হবে আল্ট্রা ট্রেইল ম্যারাথন। বৃহস্পতিবার দুপুর থেকে দেশ বিদেশের রানাররা এসে ইতিমধ্যে শমশেরনগর চা বাগান মাঠের কোণে নিজেদের তাবু স্থাপন শুরু করেছেন।
ভারত, আমেরিকা, ইংল্যান্ড, চেক প্রজাতন্ত্র, রাশিয়াসহ বিভিন্ন দেশের ১৮ জন রানারসহ ৫০০ রানার এ ম্যারাথনে অংশ নিচ্ছে। শমশেরনগর রানার্স কমিউনিটির আয়োজনে এবার চতুর্থবারের মত আয়োজন করা হয় এ আল্ট্রা ট্রেইল ম্যারাথন।
আয়োজকদের সূত্রে জানা যায়, এর আগে তারা ৩ বার আল্ট্রা ট্রেইল ম্যারাথনের আয়োজন করেছিলেন। সর্বশেষ ২০২১ সালের ২৮ জানুয়ারি দেশী বিদেশী সহস্রাধিক রানারের অংশগ্রহনে ১০ কি:মি:, ২১ কি: মি: ও ৫০ কি:মি: এই ৩ ধাপের দৌড়ের আয়োজন করা হয়েছিল।
শমশেরনগর রানার্স কম্উিনিটির প্রশাসক (এডমিন) নবীল শমশেরী জানান, এবার শুক্রবার ভোরে ২১ কি:মি: ও ৫০ কি:মি: এই দুই ধাপে দৌড়াবেন রানাররা। শুক্রবার ভোর সাড়ে ৬টায় শমশেরনগর চা বাগান ফুটবল মাঠ থেকে এ দৌড় শুরু হবে। বৃহস্পতিবার দুপুর থেকে অনেক রানার এসে শমশেরনগর চা বাগান মাঠে তাদের নিজস্ব তাবু স্থাপন করেছেন।
অনেকেই বিভিন্ন হোটেল, রিসোর্ট ও আত্মীয় স্বজনদের বাসা বাড়িতে অবস্থান নিয়েছেন। ভারত, আমেরিকা, ইংল্যান্ড, রাশিয়া, চেক রি-পাবলিকসহ কয়েকটি দেশের ১৮ জন বিদেশী রানারও এ ম্যারাথনে অংশগ্রহন করছেন। ম্যারাথন আয়োজনে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে।
আল্ট্রা ট্রেইল ম্যারাথন কমলগঞ্জ উপজেলার শমশেরনগর চা বাগান, আলীনগর চা বাগান ও চাতলাপুর চা বাগানের সহযোগিতায় দৌড়বিদরা চা বাগানের আঁকা বাঁকা পথ ও পাহাড়ি চায়ের টিলা পথে দৌড়ে আবার শমশেরনগর চা বাগান মাঠে ফিরবেন।
ইতিমধ্যেই এলাকায় উৎসবের আবেশ বিরাজ করছে। শুক্রবার বিকেলে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করবেন।
মন্তব্য করুন