কমলগঞ্জে চৌধুরী ফাউন্ডেশনের মেধা বৃত্তি প্রদান

May 27, 2025,

প্রনীত রঞ্জন দেবনাথ : কমলগঞ্জে আতাউর রহমান চৌধুরী ও মহিবুর রহমান চৌধুরী স্মৃতি মেধা বৃত্তি প্রদান করা হয়েছে।

মঙ্গলবার ২৭ মে দুপুরে উপজেলার পতনঊষার উচ্চ বিদ্যালয় ও কলেজের হল রুমে চৌধুরী ফাউন্ডেশনের আয়োজনে মেধা বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নূরুল ইসলাম।

পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলি আহমদ খানের সভাপতিত্বে ও রুপশপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খালেদ আহমদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সামছুন নাহার পারভীন, মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য দুরুদ আহমেদ, পতনঊষার উচ্চ বিদ্যালয় ও কলেজের সভাপতি আব্দুল মোমিত চৌধুরী, পতনঊষার উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ ফয়েজ আহমদ, প্রবীন সাংবাদিক ও সমাজসেবক আব্দুল হান্নান চিনু, আবুল ফজল চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিছবাউর রহমান চৌধুরী, মাইজগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ফেরদৌস খান প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা চৌধুরী ফাউন্ডেশনের কার্যক্রমের প্রশংসা ও আগামী পথচলা আরো সুন্দর ও সফলতা কামনা করেন। আলোচনা সভা শেষে বৃত্তিপ্রাপ্তদেরকে নগদ অর্থ প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com