কমলগঞ্জে ভুয়া ফেসবুক আইডি তৈরী করে কবি-সাংবাদিক ইদ্রিছী’র বিরুদ্ধে অপ/প্রচার! থানায় জি/ডি

May 14, 2025,

প্রনীত রঞ্জন দেবনাথ : কমলগঞ্জে মাসিক শব্দচর সম্পাদক সাংবাদিক, লেখক ও কবি আবদুল হাই ইদ্রিছীর নামে ও প্রোফাইলে তাঁর ছবি ব্যবহার করে একটি কুচক্রীমহল একাধিক ভুয়া ফেসবুক আইডি খুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন প্রোপাগান্ডা ছড়ানোর অভিযোগে কমলগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

গত মঙ্গলবার ১৩ মে রাতে কমলগঞ্জ থানায় আবদুল হাই ইদ্রিছী এ সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। ডায়েরি নাম্বার ৭১০।

সাধারণ ডায়েরিতে তিনি উল্লেখ করেন, অজ্ঞাতনামা ব্যক্তি/ব্যক্তিরা সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক ভূয়া ফেসবুক আইডি খুলে আমার নাম ও ছবি ব্যবহার করে বিভিন্ন প্রোপাগাণ্ডা ছড়িয়ে আমার মান সম্মান নষ্ট করার চেষ্টা করছে। তাই আমার মান সম্মান ও ভবিষ্যতের নিরাপত্তার কথা চিন্তা করে থানায় উপস্থিত হয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করতে বাধ্য হয়েছি।”

এ ব্যাপারে দৈনিক সংগ্রাম পত্রিকার কমলগঞ্জ প্রতিনিধি কবি আবদুল হাই ইদ্রিছী বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আমার নামের বাংলায় (আবদুল হাই ইদ্রিছী)  https: //www. facebook. com একটি আইডি ও ইরেজিতে https: //www. facebook.com একটি পেজ রয়েছে।

এছাড়া আমার নামের আর কোন আইডি বা পেজ নেই। কিন্তু ইদানিং অজ্ঞাত নামা ব্যক্তি/ব্যক্তিরা আমার নামে ও প্রোফাইলে আমার ছবি ব্যবহার করে আইডি খুলে বিভিন্ন প্রোপাগাণ্ডা ছড়াচ্ছে। তাই আমি মান সম্মান ও ভবিষ্যতের নিরাপত্তার স্বার্থে বাধ্য হয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করেছি। আশা করছি প্রশাসন এ ব্যাপাবে ব্যবস্থা গ্রহন করবেন।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন বলেন- সাংবাদিক ও কবি আবদুল হাই ইদ্রিছীর একটি অভিযোগ পেয়েছি। এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com