কমলগঞ্জে মণিপুরি মুসলিম এডুকেশন ট্রাস্টের বৃত্তি প্রদান

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জে বাংলাদেশ মনিপুরী মুসলিম এডুকেশন ট্রাস্টের (বিএমইটি) আয়োজনে মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে সনদপত্র, নগদ অর্থ ও ক্রেস্ট প্রদান করা হয়েছে।
মঙ্গলবার ২৭ডিসেম্বর দুপুর ১২টায় উপজেলার আদমপুর ইউনিয়নের তেতইগাও রশিদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের হলরুমে বাংলাদেশ মণিপুরী মুসলিম এডুকেশন ট্রাস্ট (বিএমইটি) শিক্ষার্থীদের মাঝে সনদপত্র, নগদ অর্থ ও সম্মাননা স্মারক বিতরণ করা হয়।
এডুকেশন ট্রাস্টের সভাপতি সাজ্জাদুল হক স্বপনের সভাপতিত্বে ও সম্পাদক মো. কামাল উদ্দিন ও সহ-সম্পাদক তমিজুর রহমানের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন ভারতের মণিপুর রাজ্যের সাবেক এমএলএ মোহাম্মদ ফজুর রহিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মণিপুর আমুকক সভাপতি এস এম জালাল, আমুকক জিরিবাম ব্রাঞ্চের উপদেষ্ঠা মো. রেজাউল করিম, মনিপুরী মুসলিম এডুকেশন ট্রাস্টের উপদেষ্ঠা হাজী মো.আব্দুস সামাদ, কমলগঞ্জ উপজেলার সাবেক টিএইচও ডা. মো.কাইয়ুম উদ্দিন।
এছাড়াও উপস্থিত ছিলেন কমলগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এম এ ওয়াহিদ রুলু, ভান্ডারীগাও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশেদ আলী, কোনা গাওঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাজ উদ্দিন, কবি রওশন আরা বাশি,বদরুন্নেসা, সমাজসেবক আনোয়ার হোসেন বাবু প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত ও অতিথিদের উত্তরীয় ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। পরে প্রত্যয় গ্রন্থের মোড়ক উন্মোচন করেন অতিথিরা। ৫ম থেকে ৮ম ও ১০ শ্রেনীর ১ম ২য় ৩য় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়। এছাড়াও এডুকেশন ট্রাস্টের আয়োজনে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশু শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
মন্তব্য করুন