কমলগঞ্জে সন্ত্রাসী হামলায় আহত রহিমপুর ইউপি সদস্য মাহমুদ আলীর সুস্থতা কামনায় দোয়া মাহফিল
July 1, 2021,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের বড়চেগ এলাকার করম উদ্দিনের পুত্র হারুনুর রশীদ গংদের হামলায় সম্প্রতি ৩নং ওয়ার্ড সদস্য মাহমুদ আলী গুরুতর আহত হন। আহত ইউপি সদস্যের সুস্থতা কামনায় ৩০ জুন বুধবার সন্ধ্যায় বড়চেগ ঈদগাহ এ ৩নং ওয়ার্ডবাসীর আয়োজনে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মাও: জাবির খান। এ সময় উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য আজমত উল্যা, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুলেমান মিয়া, জেলা তাতী লীগের সদস্য এম, এ, রহিম, হাজী আং সামাদ খান, মাও: আং শুকুর, আং রুপ মাষ্টার, সর্দার আপ্তাব মিয়া, আলকাছ মিয়া, ওয়ার্ড আওয়ামী লীগ সম্পাদক আং হামিদ, ছয়কুট নতুন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো: ছায়েদ আলী প্রমুখ।
মন্তব্য করুন