কমলগঞ্জে সাংবাদিকদের সাথে নবাগত ওসি আবু জাফরের মতবিনিময়

July 10, 2025,

কমলগঞ্জ প্রতিনিধি : কমলগঞ্জ থানার নবনিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি) আবু জাফর মো: মাহফুজুল কবিরের সঙ্গে স্থানীয় সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ৮ জুলাই রাত সাড়ে ৮টায় কমলগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।

কমলগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক এম এ ওয়াহিদ রুলুর সভাপতিত্বে এবং সাংবাদিক নির্মলের এস পলাশের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রেসক্লাবের সদস্য সচিব আহমেদুজ্জামান আলম, সিনিয়র সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, এস কে দাস, মোস্তাফিজুর রহমান, আসহাবুজ্জামান শাওন, সালাউদ্দিন শুভ, আব্দুল মুক্তাদির, জালাল আহমেদ, আশরাফ সিদ্দিক পারভেজ, কামরুজ্জামান, সাদিকুর রহমান সামু, রুহুল ইসলাম হৃদয়, খালেদ সাইফুল্লাহ, আব্দুল মুমিন, রাজন আবেদীন রাজু, আব্দুল কাইয়ুম, জায়েদ আহমেদ, সাইদুল ইসলাম চৌধুরী, আব্দুস সালাম, মালেক মিয়াসহ প্রমুখ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় নবাগত ওসি মাহফুজুল কবির বলেন, “জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা রক্ষা এবং অপরাধ দমন করাই পুলিশের প্রধান দায়িত্ব। এসব কাজে সাংবাদিকদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।” তিনি থানায় সবার জন্য সমান সেবা নিশ্চিতের প্রতিশ্রুতি দিয়ে বলেন, সাংবাদিকরা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবেন, আর যেকোনো প্রয়োজনে আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন।

তিনি আরও বলেন, পুলিশ ও সাংবাদিক একসঙ্গে কাজ করলে অপরাধ নিয়ন্ত্রণ সহজ হবে। সাংবাদিকরা সমাজের আয়না, তাদের গঠনমূলক সমালোচনা প্রশাসনের কাজকে আরও গতিশীল করতে সাহায্য করবে।

সভায় উপস্থিত সাংবাদিকরা কমলগঞ্জের সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক সমস্যা, কিশোর গ্যাংয়ের উৎপাত, ইভটিজিং, যানজট নিয়ন্ত্রণ, ও সীমান্ত চোরাচালান বিষয়ে আলোচনা করেন এবং গঠনমূলক পরামর্শ দেন। সাংবাদিকরা জানান, পুলিশের দায়িত্বশীল আচরণ ও জনবান্ধব কার্যক্রম থাকলে গণমাধ্যম সবসময় ইতিবাচক ভূমিকা রাখবে।

ওসি মাহফুজুল কবির সকল বক্তব্য মনোযোগ দিয়ে শুনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন এবং কমলগঞ্জের আইনশৃঙ্খলা রক্ষায় সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com