কমলগঞ্জ একদিনের দিনের ফ্রিল্যান্সিং সেমিনার অনুষ্ঠিত

কমলগঞ্জ প্রতিনিধি : মৌলভীবাজারের সুনাম ধন্য আইটি ইন্সটিটিউট স্কিল শিখন প্রতিষ্ঠানের আয়োজনে কমলগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন স্কুল কলেজের ছাত্র ছাত্রীদেরকে নিয়ে ১ দিনের ফ্রিল্যান্সিং সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্ছিত ছিলেন কমলগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার মাখন চন্দ্র সূত্রধর। বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন উপজেলা কৃষি অফিসার জয়ন্ত কুমার, উপজেলা আইসিটি অফিসার রাকিবুল ইসলাম ও কমলগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক এম এ ওয়াহিদ রুলু।
ইন্সট্রাক্টর জাহিদুল ইসলাম এর সঞ্চালনায় সেমিনারে বক্তব্য রাখেন স্কিল প্রতিষ্ঠানের সিইও মো: ইমাজ উদ্দিন, এম ডি নূর নবী পাবেল, ইনসট্রাক্টর রাধী চৌধুরী, ইন্সট্রাকটর মো: দুলাল সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
স্কিল শিখন ম্যানেজমেন্টের মূল বক্তব্য হচ্ছে কমলগঞ্জ উপজেলার মানুষকে আইটি শিক্ষায় দক্ষ করে বেকারত্ব দূর করা।
মন্তব্য করুন