কমলগঞ্জ সীমান্ত এলাকা থেকে একনলা ৬টি বন্ধুকসহ চার ভারতীয় নাগরিক আটক

November 3, 2022,

স্টাফ রিপোর্টার॥ কমলগঞ্জের ইসলামপুর ইউনিয়েনর বাঘাছড়া নামক সীমান্ত এলাকা থেকে একনলা ৬টি বন্ধুকসহ চার ভারতীয় নাগরিককে স্থানীয়দের সহযোগীতায় আটক করেছে বিজিবি ও পুলিশ।

স্থানীয়রা জানান, ৩ নভেম্বর দূপুর আড়াউটার দিকে সীমান্ত এলাকা বাংলাদেশের অভ্যন্তরে বাঘাছড়া নামক এলকায় বেশ কয়েক জনকে রান্না করে খেতে দেখতে পায়। এলাকাবাসী এ সময় ৬টি বন্ধুকসহ ৪ জনকে আটক করে স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান সুলেমান মিয়ার কাছে হস্তান্তর করে। পরে বিজিবি ও পুলিশকে খবর দেয়া হলে ঘটনাস্থলে পৌছে ৪ জনকে আটক ও ৬টি বন্ধুক উদ্ধার করে।  আটককৃতরা হলেন-ভারতের ত্রিপুরা রাজ্যের রইসাবাড়ি গ্রামের কৃষ্ণদা রিয়াং এর ছেলে সতিন্দ্র রিয়াং (২১), ফটিকরায় থানার ডিসন কলোনী এলাকার পুষ্পরাম রিয়াং এর ছেলে নিরঞ্জ রিয়াং(২৮), বীরেন্ড রিয়াং এর ছেলে স¤্রাট রিয়াং(২১) ও রাজেন্দ্র রিয়াং এর ছেলে সুমিরন রিয়াং (৩১)। ৬ ভারতীয় নাগরিক অনুপ্রবেশকারীর মধ্যে চারজনকে আটক করা হলেও জয়ন্ত রিয়াং (৩৪) ও তৈশা রিয়াং (৪০) নামে দুইজন পালিয়ে যায়।

কমলগঞ্জ থানার ওসি সঞ্জয় চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করে বলেন আটককৃতরা প্রাথমিকভাবে জানায় তারা ভারতীয় নাগরিক। তবে কি কারণে বাংলাদেশ ভূখ-ে প্রবেশ করেছে তা খতিয়ে দেখা হচ্ছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com