কামালপুর ইউনিয়ন পরিষদে সূচনা কর্মসূচীর সমাপনী সভা অনুষ্ঠিত

November 11, 2021,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলার কামালপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে ও সূচনা কনসোটিয়াম এর সহযোগীতায় অভিজ্ঞতা বিনিময় ও সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে।
১১ নভেম্বর বৃহষ্পতিবার সকালে ইউনিয়ন পরিষদের হল রুমে এই সমাপনি সভা অনুষ্ঠিত হয়। কামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়সল আহমদ এর সভাপতিত্বে ও (জিসিডিও) ওয়াহীদুজ্জামান এর পরিচালনায় সমাপনী সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন মোঃ আলতাফ হোসেন,মোঃ শাহাদাত হোসেন,অমলেন্দু কুমার দাশ সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা,প্রদিপ কুমার ঘোষ প্রাণী সম্পদ অধিদপ্তর মৌলভীবাজার,মুজাহিদুল ইসলাম,ইপিএল জয়দীপ,শামীমা ইসলাম শাম্মি সুমিত্রা,পিআরএল জিবা আক্তার,দিলর“বা আক্তার,শাহিমা বেগম,সুদেশনা দেব প্রমুখ।
সুচনা কর্মসুচিতে নিয়মিত হাঁস,মুরগি,ছাগল,ভেড়াকে টিকা প্রদান, কিশোরী দলের বিভিন্ন কার্যক্রম, পিয়ার লিডার তৈরি করা এবং তাদের মধ্যেমে বিভিন্ন খেলাধুলা সহ সচেতনতামূলক মঞ্চ নাটক করানো হয়।
কার্যক্রমের শুরুতে উপকারভোগী ৩২ জন কিশোরীদের মধ্যে সেলাই মেসিন বিতরণ করা হয়,পরবর্তীতে আরও ২২ জনের মধ্যে এই সেলাই মেসিন বিতরণ করা হয়। মা ও শিশু কিশোরিদের পুষ্টি উন্নয়ন নিয়ে কাজ করা, গ্রামের মহিলাদের সাবলম্বী করতে বিভিন্ন ভাবে সহায়তা প্রদান করা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com