কুলাউড়ায় পাঁচ ব্যক্তির দখ*লে থাকা ১০ কোটি টাকার জায়গা উ*দ্ধার

এস আর অনি চৌধরী : কুলাউড়ায় দীর্ঘদিন ধরে পাঁচ ব্যক্তির দখলে থাকা ১০ একর সরকারি জায়গা উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার ২৪ এপ্রিল দুপুরে উপজেলার শরীফপুর ইউনিয়নের সঞ্জরপুর এলাকায় জায়গাগুলো উদ্ধার করে সরকারি সাইনবোর্ড টানানো হয়। জায়গা উদ্ধার অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন। উদ্ধারকৃত জায়গার মূল্য প্রায় ১০ কোটি টাকা হবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
শাহ জহুরুল হোসেন জানান, সঞ্জরপুর মৌজার ১ নম্বর দাগে ১০ একর জমি দীর্ঘদিন ধরে ওই এলাকার লোকমান আলী, হেকিম আলী, মইন, গৌছ মিয়া ও কমর মিয়া দখল করে রেখেছিলেন। সম্প্রতি মাপজোকের পর জায়গাগুলো সরকারি হিসেবে চিহ্নিত করা হয়।
তিনি আরও জানান, বৃহস্পতিবার দুপুরে এসব জায়গা উদ্ধার করে সরকারের নিয়ন্ত্রণে আনা হয়েছে। খাস জমি উদ্ধারে এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
মন্তব্য করুন