কুলাউড়ায় ব্যতিক্রমী আয়োজনে শেষ হলো ভূমি মেলা

এস আর অনি চৌধরী : ‘নিয়মিত ভূমি উন্নয়ন প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’ এই প্রতিপাদ্যে মৌলভীবাজারের কুলাউড়ায় শেষ হলো তিন দিনব্যাপী ভূমি মেলা।
মঙ্গলবার ২৭ মে দিনব্যাপী ব্যতিক্রমী আয়োজন, সেবাগ্রহীতাদের সরাসরি অংশগ্রহণ এবং বিভিন্ন সমস্যা-সমাধানমুখী কার্যক্রমের মধ্যদিয়ে মেলার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।
উপজেলা ভূমি অফিস চত্বরে আয়োজিত এ মেলার মূল আকর্ষণ ছিলো ভূমি সংক্রান্ত গণশুনানি ও সমস্যা সমাধান কর্মসূচি। ২৭ মে মঙ্গলবার বেলা ১১টায় গণশুনানির সূচনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মহিউদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেন, সাব-রেজিস্ট্রার তৌসিফ আনোয়ার খান, উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীসহ সেবাগ্রহীতারা।
গণশুনানিতে উপস্থিত দুই শতাধিক সেবাগ্রহীতা তাদের জমি সংক্রান্ত নানা প্রশ্ন, অভিযোগ ও সমস্যার সরাসরি উপস্থাপন করেন। কর্তৃপক্ষ সরেজমিনে শুনে তাৎক্ষণিক সমাধান দেন বেশ কয়েকটি অভিযোগের।
একাধিক নাগরিক তাদের ভূমি নামজারি, খতিয়ান সংশোধন, অনলাইন আবেদন, রেজিস্ট্রি সংক্রান্ত জটিলতা ও দীর্ঘসূত্রিতা নিয়ে প্রশ্ন তুললে সংশ্লিষ্ট কর্মকর্তারা বিভিন্ন ব্যাখ্যা ও করণীয় সম্পর্কে দিকনির্দেশনা দেন।
কয়েকজন সেবাগ্রহীতা জানান, ভূমি অফিসের ব্যতিক্রমী এ উদ্যোগে তারা আশান্বিত। দীর্ঘদিনের জমিজমা সংক্রান্ত জটিলতা নিয়ে তারা কথা বলার সুযোগ পেয়েছেন এবং সমাধানের আশ্বাসও মিলেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন বলেন, ভূমি সেবায় মানুষের ভোগান্তি কমাতে চাইলে আমাদের অবশ্যই স্বচ্ছতা ও জবাবদিহিতার ওপর জোর দিতে হবে। গণশুনানি হচ্ছে জনগণের সরাসরি অংশগ্রহণের সবচেয়ে কার্যকর মাধ্যম।
সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেন জানান, অনেকেই জমি সংক্রান্ত জটিলতা বা অনলাইন পদ্ধতি সম্পর্কে জানেন না। এ ধরনের মেলার মাধ্যমে তারা সচেতন হচ্ছেন এবং সরাসরি সেবা পাচ্ছেন।
উল্লেখ্য, ২৫ মে শুরু হওয়া এ ভূমি মেলায় প্রতিদিনই উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে দুই শতাধিক নাগরিক সেবা নিতে আসেন।
মন্তব্য করুন