কুলাউড়ায় ১২০ জন প্রান্তিক মৎস্য চাষিদের মাঝে খাদ্য বিতরণ

May 18, 2025,

মাহফুজ শাকিল : কুলাউড়ায় ১২০ জন প্রান্তিক মৎস্য চাষির মাঝে মৎস্য খাদ্য বিতরণ করা হয়েছে।

রবিবার ১৮ মে বিকেলে উপজেলা মৎস্য কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মৎস্য খাদ্য বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মহিউদ্দিন। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আবু মাসুদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো: জসিম উদ্দিন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ইফতেখার হোসেন ভূঁঞা, সহকারী শিক্ষা কর্মকর্তা সৌরভ গোস্বামী এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মো: শফিকুল ইসলাম, নয়াদিগন্ত প্রতিনিধি ময়নুল হক পবন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল বারী সোহেল, সাংগঠনিক সম্পাদক মাহফুজ শাকিল প্রমুখ।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো: আবু মাসুদ জানান, প্রত্যেক মৎস্য চাষিকে ২৫ কেজি করে মৎস্য খাদ্য প্রদান করা হয়েছে। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত চাষিদের এর আগেও পোনা মাছ সরবরাহ করা হয়েছিল। এবার তাদের মাছ চাষে আরও উৎসাহিত করতে খাদ্য সহায়তা দেওয়া হলো।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com