কুলাউড়ার বাজারের বিশিষ্ট প্রবীণ ব্যবসায়ী হাজী মকবুল হোসেন হারুন মিয়া আর নেই

কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়া উপজেলার বনিক সমিতির সাবেক সম্পাদক ও কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির অন্যতম প্রতিষ্ঠাতা বিশিষ্ট ব্যবসায়ী আরশদ ক্লথ স্টোর এর সত্ত্বাধিকারী হাজী মকবুল হোসেন ওরফে হারুন মিয়া ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
বুধবার দিবাগত রাতে তিনি সিলেট শামসুদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মকবুল হোসেন করোনা উপসর্গসহ দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে গত ১৬ সেপ্টেম্বর সিলেট শহরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
তার মৃত্যু সংবাদে কুলাউড়া বাজারের ব্যবসায়ীসহ মরহুমের শুভানুধ্যায়ীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। পরে বৃহস্পতিবার ৩০ সেপ্টেম্বর বাদ জোহর কুলাউড়া উত্তরবাজার জামে মসজিদ মাঠে মরহুমের নামাজে জানাজা শেষে মসজিদ গোরস্থানে তার দাফন কাজ সম্পন্ন করা হয়।
এদিকে মকবুল হোসেন ওরফে হারুন মিয়ার মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে শোক বিবৃতি প্রদান করেছেন কুলাউড়া আসনের সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমদ, সাবেক এমপি নওয়াব আলী আব্বাস খাঁন ও আব্দুল মতিন, কুলাউড়া উপজেলা চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান, কুলাউড়া পৌর মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মাও. ফজলুল হক খান সাহেদ, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি, কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু, সম্পাদক আসম কামরুল ইসলাম, কুলাউড়া বাকশিস সভাপতি অধ্যক্ষ ফজলুল হক ফজলু ও সম্পাদক কুলাউড়া সরকারি কলেজের অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য সজল, উপাধ্যক্ষ মো. আব্দুল হান্নান, কুলাউড়া ইয়াকুব-তাজুল মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভার.) এমদাদুল ইসলাম ভুট্টো, কুলাউড়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ মো. আব্দুল কাদির, সম্পাদক প্রধান শিক্ষক মো. আব্দুল মতিন, সাবেক সভাপতি অব. প্রধান শিক্ষক মো. খুরশীদ উল্লাহ, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, সম্পাদক খালেদ পারভেজ বখস, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, সম্পাদক আতিকুর রহমান আখই প্রমুখ।
মন্তব্য করুন