কুলাউড়ায় গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার

September 20, 2022,

স্টাফ রিপোর্টার॥ কুলাউড়া থানা পুলিশের অভিযানে দেড় কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
১৯ সেপ্টেম্বর সোমবার রাতে কুলাউড়া পৌরসভাধীন উছলাপাড়া এলাকায় পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন- পৃথিমপাশা ইউনিয়নের হটাহরি গ্রামের মৃত মুসলিম আলীর ছেলে মো. মুজাহিদ আলী উজ্জ্বল (৩৩) ও ব্রাহ্মণবাজারের মির্জাপুর গ্রামের মৃত সিরাজ মিয়ার ছেলে তাজুল ইসলাম (২৫)।
থানা সূত্রে জানা যায়, সোমবার রাতে জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়ার সার্বিক দিকনির্দেশনায় কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ ছালেকের নেতৃত্বে কুলাউড়া পৌরসভাধীন উছলাপাড়া এলাকায় পুলিশ এক মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযানকালে থানার এসআই পরিমল চন্দ্র দাস ও এএসআই মো. নাজমুল হোসেন সঙ্গীয় ফোর্সসহ উছলাপাড়ার গর্নভেলি সিএনজি ফিলিং স্টেশনের সম্মুখ থেকে দেড় কেজি গাঁজাসহ তাদের গ্রেপ্তার করেন।
বিষয়টি নিশ্চিত করে ওসি মো. আব্দুছ ছালেক জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে ২০ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com