কুলাউড়ায় নিউ হানিফ রেস্ট হাউজের উদ্বোধন

April 13, 2021,

কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়া উপজেলার পৌর শহরে নিউ হানিফ রেস্ট হাউজের উদ্বোধন করা হয়েছে। ১২ এপ্রিল সোমবার সন্ধ্যায় কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে নিউ হানিফ রেস্ট হাউজের উদ্বোধন করেন।
কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্পাদক ও রেস্ট হাউজের অন্যতম পরিচালক এম আতিকুর রহমান আখই এর পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, সাবেক পৌর কাউন্সিলার মো. মতিউর রহমান মতই, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, সাবেক সম্পাদক মইনুল ইসলাম শামীম, সমিতির যুগ্ম-সম্পাদক শফিকুল ইসলাম জাহেদ, কোষাধ্যক্ষ বদরুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক এইচ ডি রুবেল, ৭ নং ওয়ার্ড সম্পাদক এজাজ মাহমুদ চৌধুরী ফুল, ২ নং ওয়ার্ড সদস্য জালাল আহমদ, কেবিসি নিউজের সিও আব্দুল মালিক হিমু প্রমুখ।
উদ্বোধনের পূর্বে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন উত্তরবাজার জামে মসজিদের খতিব মাও. মাহমুদুর রহমান ইমরান। অনুষ্ঠানে শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com