কুলাউড়ায় ফানাই নদীর বাঁধে ভাঙন, আতঙ্কিত না হওয়ার আহবান জেলা প্রশাসকের

June 18, 2022,

কুলাউড়া প্রতিনিধি : কুলাউড়ায় ফানাই নদীর বাঁধে ভাঙন, আতঙ্কিত না হওয়ার আহবান ডিসির কুলাউড়ার কর্মধায় ফানাই নদীর বাঁধে ভাঙন দেখা দিয়েছে।
শুক্রবার ১৭ জুন বিকেলে কর্মধার মহিষমারা গ্রামে নদীর তীর ঘেঁষা সড়কটি প্রায় ১৫-২০ ফিট ভেঙে যায়। ফলে বাবনিয়া, মহিষমারা, কর্মধা, বেরী, হাসিমপুর, ভাতাইয়াসহ নানা গ্রামের কয়েক সহস্রাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। পাহাড়ি ঢলের ফলে ব্যাপক ফসলাদি ক্ষতিগ্রস্ত হয়েছে।
কর্মধা ইউনিয়নের চেয়ারম্যান মুহিবুল ইসলাম আজাদ জানান, বিকেল ৪টার দিকে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মহিষমারা গ্রামের ফানাই নদীর বাঁধ ভেঙে যায়। বাঁধের এ রাস্তাটাই ছিল গ্রামের মানুষ চলাচলের একমাত্র রাস্তা। বর্তমানে ছয়টি গ্রামের মানুষেরা আতঙ্কের মধ্যে রয়েছেন বলে জানান তিনি।
এ ব্যাপারে জানতে চাইলে মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান জানান, ফানাই নদীর বাঁধ ভাঙনে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। পানি উন্নয়ন বোর্ডকে বিষয়টি জানানো হয়েছে। তাদেরকে দ্রুত ঘটনাস্থলে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে।
মীর নাহিদ আহসান আরও জানান, পর্যাপ্ত পরিমাণ ত্রাণসামগ্রী হাতে রয়েছে। কুলাউড়ার ইউএনওকে ঘটনাস্থল পরিদর্শন করে ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com