কুলাউড়ায় বিল থেকে শিশুর লাশ উদ্ধার
September 10, 2022,

স্টাফ রিপোর্টার॥ কুলাউড়ায় বিল থেকে দিলরুবা জান্নাত ফাহমিদা (১১) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। ১০ সেপ্টেম্বর শনিবার দুপুরে উপজেলার টিলাগাঁও ইউনিয়নের কাজিরগাঁও গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়। ফাহমিদা ওই এলাকার আকমল মিয়ার মেয়ে।
বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) মোঃ আমিনুল ইসলাম জানান, শনিবার সকালে বাড়ির পিছনে একটি বিলের মধ্যে ফাহমিদাকে মৃত অবস্থায় পায় তার পরিবারের লোকজন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুপুরে ফাহমিদার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।
তিনি আরও জানান, ময়ানাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর মূল কারণ জানা যাবে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
মন্তব্য করুন