কৃতি ছাত্র নাহিয়ান বাবু
December 17, 2018,

স্টাফ রিপোর্টার॥ দি ফ্লাওয়ার্স কে.জি.এন্ড জুনিয়র হাই স্কুলের কৃতি ছাত্র মুমতাহিন তাওসিফ নাহিয়ান বাবু কে.জি- টু এর বার্ষিক পরিক্ষায় শতাধিক ছাত্র-ছাত্রীর মধ্যে প্রথম স্থান অধিকার করে স্ট্যান্ডার্ড ওয়ান-এ উর্ত্তীন হয়েছে।
বাবু নর্দান ইন্সুরেন্স কোম্পানীর ভাইস প্রেসিডেন্ট মুহিবুর রহমান রুমি এবং সাউথ ইষ্ট ব্যাংক, মৌলভীবাজার প্রধান শাখার প্রেন্সিপাল অফিসার জেনিফার রহমানের এক মাত্র পুত্র এবং বীর মুক্তিযোদ্ধা প্রবীন আইনজীবি বর্ষীয়ান সাংবাদিক কলামিষ্ট মুজিবুর রহমান মুজিবুরের দৌহিত্র। মুমতাহিন তাওসিফ নাহিয়ান বাবু সকলের কাছে দোয়া ও শুভেচ্ছা প্রার্থী।
মন্তব্য করুন