খলিলপুর ইউনিয়নের বন্যা কবলিত কয়েকটি গ্রাম পরিদর্শনে সৈয়দা জোহরা আলাউদ্দিন এমপি

June 18, 2022,

স্টাফ রিপোর্টার॥ তীব্র ঝড় বৃষ্টি উপেক্ষা করে মৌলভীবাজার জেলার ১নং খলিলপুর ইউনিয়নের বন্যা কবলিত শেরপুর, ব্রাক্ষণগ্রাম, হামরকোনা, দাউদপুর, চানপুর, লামুয়া, কাটারাইসহ কয়েকটি গ্রাম ও আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেন মৌলভীবাজার-হবিগঞ্জ জেলার সংসদ সদস্য (মহিলা আসন-৩৬) এবং মৌলভীবাজার জেলা মহিলা আওয়ামী লীগে সভাপতি সৈয়দা জোহরা আলাউদ্দিন এমপি।
শনিবার ১৮জুন এসময় ছিলেন মৌলভীবাজার জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক এড. গৌছউদ্দিন নিক্সন, খলিলপুর ইউনিয়ন আওয়ামী লীগ সহ-সভাপতি মোঃ অলিউর রহমান, খলিলপুর ইউনিয়ন আওয়ামী লীগ সাধারন সম্পাদক মোঃ আব্দুল হাকিম।
বন্যা কবলিত এলাকা পরিদর্শনকালে সাংসদ সকলকে আতঙ্কিত না হয়ে যেকোন পরিস্থিতির মোকাবিলা করার জন্য পূর্বপ্রস্তুতি নিয়ে রাখার পরামর্শ দেন এবং সরকারি নির্দেশনা মেনে চলার কথা বলেন। তিনি এসময়ে সরকারের দুর্যোগ বিষয়ক তৎপরতা ব্যক্ত করতে গিয়ে সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগীতার আশ্বাস দেন

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com