গ্লোবাল শ্রীমঙ্গল এর উদ্যোগে শীতবন্ত্র বিতরণ

February 1, 2022,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ গ্লোবাল শ্রীমঙ্গল এর উদ্যোগে চার শতাধিক পরিবারের মাঝে শীতবন্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। ৩১ জানুয়ারি সোমবার বিকালে শহরের চন্দ্রনাথ সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গলে এ কম্বল বিতরণ অন্্ুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম।
সমাজকর্মী সরোয়ার জাহান জুয়েল এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: নেছার উদ্দীন, শ্রীমঙ্গল থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির, শ্রীমঙ্গল পৌরসভার ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর ছাদ উদ্দীন, শ্রীমঙ্গল প্রেস ক্লাবের সহ-সভাপতি দীপংকর ভট্টাচার্য লিটন ও গ্লোবাল শ্রীমঙ্গলের সদস্য আমেরিকা প্রবাসী মুজিবুর রহমান লাভলু।
এসময় উপস্থিত ছিলেন সমাজকর্মী মাওলানা এম এ রহিম নোমানি, নিজাম উদ্দিন, তরুন সমাজকর্মী আজিজুর রহমান নাঈম, গ্লোবাল শ্রীমঙ্গল সদস্য মোঃ খালেদ হোসেন, মিছবাহ উদ্দিন মাহবুব, সমাজ সেবক দিগি¦জয় রায় আকাশ, মোঃ খালেদ হোসেন, শিক্ষক মোঃ আবুল কাশেম, মেহতাব হোসেন ও নিপেষ প্রমুখ। জানাযায়, অনুষ্ঠানে দেশে-বিদেশে অবস্থানরত গ্লোবাল শ্রীমঙ্গলের সদস্যদের সহযোগীতায় চার শতাধিক অসহায় গরীব শীতার্তদের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com