চতুর্থ ধাপে ২৩ ডিসেম্বর মৌলভীবাজার ও রাজনগর উপজেলায় ইউনিয়ন নির্বাচন

November 10, 2021,

স্টাফ রিপোর্টার আগামী ২৩ ডিসেম্বর চতুর্থ ধাপে মৌলভীবাজার ও রাজনগর ইউনিয়ন নির্বাচন অনুষ্ঠিত হবে।

১০ নভেম্বর  বুধবার নির্বাচন কমিশন সভায় অনুমোদনের পর এ ধাপের ভোটের তফসিল ঘোষণা করেন ইসি সচিব মোঃ হুমায়ুন কবীর খোন্দকার। ধাপে ধাপে চলছে ইউনিয়ন পরিষদ নির্বাচন।

চতুর্থ ধাপে আগামী ২৩ ডিসেম্বর সিলেট বিভাগের ৮০টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তবে এই ৮০টির মধ্যে মাত্র একটি ইউনিয়নে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।

ঘোষিত তফসিল অনুযায়ী ২৯ নভেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ। মনোনয়নপত্র বাছাই ৩০ নভেম্বর থেকে ২ ডিসেম্বর ও প্রত্যাহারের শেষ সময় ৬ ডিসেম্বর।

ঘোষিত তফসিল অনুযায়ী মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর, চাদনীঘাট,কনকপুর,আমতৈল, নাজিরাবাদ, আপার কাগাবলা, কামালপুর, খলিলপুর, মনুমুখ, আখাইলকুরা, গিয়াসনগর, একাটুনা ইউনিয়ন নির্বাচন অনুষ্ঠিত হবে।

একই দিনে রাজনগর উপজেলার ফতেহপুর, রাজনগর সদর, টেংরা, মুন্সীবাজার,কামারচাক, উত্তরভাগ, পাচগাও ও মনসুরনগর ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com