চাতলাপুর স্থল শুল্ক স্টেশন দিয়ে ঈদের আগের দিন থেকে ৩ দিন আমদানী-রপ্তানী বন্ধ থাকবে

May 1, 2022,

স্টাফ রিপোর্টার॥ কুলাউড়ার সীমান্তবর্তী চাতলাপুর স্থল শুল্ক স্টেশন দিয়ে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদের আগের দিন থেকে ৩ দিন আমদানী রপ্তানী বন্ধ থাকবে।

রবিবার ১ মে চাতলাপুর শুলক্স স্টেশন দিয়ে মাছ রপ্তানীকারক জালাবাদ ফ্রোজেন ফুডস লিমিটেড এর সহযোগী প্রতিষ্ঠান এই বি ট্রেডিং এর স্বত্বাধীকারী সৈয়দ ইসতিয়াক বাবেল বলেন, ঈদ উপলক্ষে ৩ দিন তাদের আমদানী-রপ্তানী বন্ধ থাকবে। এরপর থেকে যথারিতী আমদানী-রপ্তানী চলবে। তবে তিনি বলেন, চাতলাপুর ইমিগ্রেশন দিয়ে এখনো যাত্রীপারাপার চালু হয়নি।

চাতলাপুর স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা (সুপারেনটেনডেন্ট) আমির হোসেন সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঈদের একদিন পর থেকে পূনরায় আমদানী-রপ্তানী চালু হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com