জনতার হাতে মোটরসাইকেল চোর আটক

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে মোটরসাইকেল চুরি করার সময় হাতেনাতে হাবিবুর রহমান (২২) নামে এক চোরকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। শুক্রবার ৩০ ডিসেম্বর মোটরসাইলের মালিক মোঃ মুস্তাকিন মিয়া বাদী হয়ে তার বিরুদ্ধে থানায় মামলা করেন।
পুলিশ জানায়, শুক্রবার বিকেলে ভৈরবগঞ্জ বাজারের মোঃ মুস্তাকিন মিয়ার মোটরসাইকেল ওয়ার্কসপ দোকানের সামনে রাস্তা থেকে তার ব্যবহৃত একটি ইমা ১০০সিসি মোটরসাইকেল চুরি করে পালানোর সময় স্থানীয় জনতা মোটর সাইকেলসহ মোঃ হাবিবুর রহমানকে (২২) আটক করে।
সংবাদ পেয়ে শ্রীমঙ্গল থানার এসআই আনোয়ারুল ইসলাম পাঠানের নেতৃত্বে পুলিশের একটি দল ভৈরবগঞ্জ বাজার থেকে মোটরসাইকেলটি উদ্ধার করে এবং মোঃ হাবিবুর রহমানকে আটক করেন।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন জানান, মোটরসাইকেলের মালিক মোঃ মুস্তাকিন মিয়ার লিখিত অভিযোগের প্রেক্ষিতে শ্রীমঙ্গল থানায় একটি চুরি মামলা দায়ের করা হয়েছে। শনিবার সকালে আটককৃত মোঃ হাবিবুর রহমানকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য করুন