জনতা ব্যাংক পিএলসি, শ্রীমঙ্গল শাখার অনন্য অর্জন: ১শ দিনের বিশেষ কর্মসূচিতে ২শ কোটি টাকার ডিপোজিট আহরণ

July 10, 2025,

শ্রীমঙ্গল প্রতিনিধি : জনতা ব্যাংক পিএলসি কর্তৃক ঘোষিত “ডিপোজিট হান্টিং”-এর ১০০ দিনের বিশেষ কর্মসূচির আওতায় জনতা ব্যাংক পিএলসি, শ্রীমঙ্গল শাখা এক অসামান্য অর্জনের সাক্ষী হয়েছে। শাখাটি সফলভাবে ২০০ কোটি টাকার ডিপোজিট আহরণ করে ব্যাংকিং খাতে এক অনন্য মাইলফলক স্পর্শ করেছে।

এই গৌরবময় সাফল্য উদযাপন উপলক্ষে মঙ্গলবার শাখা প্রাঙ্গণে এক আনন্দঘন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনতা ব্যাংক পিএলসি মৌলভীবাজার এরিয়ার সম্মানিত ডিজিএম রফিকুল ইসলাম। তিনি শাখাকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মৌলভীবাজার এরিয়া অফিসের সম্মানিত এজিএম তাহমিনা, মৌলভীবাজার কর্পোরেট শাখার সম্মানিত এজিএম মোঃ আক্তার হোসেন এবং শ্রীমঙ্গল শাখার সুযোগ্য ব্যবস্থাপক মো: সালাহ উদ্দিন।

এই অসাধারণ অর্জনের নেপথ্যে যিনি নেতৃত্ব ও প্রেরণার ভূমিকায় ছিলেন, তিনি শ্রীমঙ্গল শাখার সুযোগ্য ব্যবস্থাপক ও অভিভাবক মো: সালাহ উদ্দিন। তিনি তাঁর বক্তব্যে শাখার এ সাফল্যকে একটি সম্মিলিত প্রচেষ্টার ফল বলে উল্লেখ করেন এবং ভবিষ্যতে আরও বৃহৎ লক্ষ্য অর্জনের লক্ষ্যে কাজ করে যাওয়ার আহ্বান জানান।

পরে শাখার সকল কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে কেক কেটে এই আনন্দঘন মুহূর্তটি উদযাপন করা হয়।

শ্রীমঙ্গল শাখার এই সাফল্য প্রমাণ করে, সঠিক পরিকল্পনা, প্রাজ্ঞ নেতৃত্ব এবং দলগত প্রচেষ্টা যে কোনো লক্ষ্য অর্জনকে সম্ভব করে তোলে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com