জন্ম ও মৃত্যুর নিবন্ধন নিশ্চিত করতে মৌলভীবাজার পৌরসভার উদ্বুদ্ধকরণ র্যালী
November 21, 2021,

স্টাফ রিপোর্টার॥ জন্ম ও মৃত্যুর ৪৫ দিনের মধ্যে বিষয়টি নিশ্চিত করতে মৌলভীবাজার পৌরসভার উদ্যোগ উদ্বুদ্ধকরণে র্যালী অনুষ্ঠিত হয়।
রোববার ২১ নভেম্বর সকাল ১১ টার দিকে পৌরসভার সম্মুখ থেকে র্যালীটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌরসভায় এসে শেষ হয়।
পৌরসভার মেয়র মো: ফজলুর রহমানের নেতৃত্বে র্যালীতে পৌরসভার কাউন্সিলর,মহিলা কাউন্সিলর এনজিও কর্মকর্তা,শিক্ষক, সামাজিক সংঘটন, বিভিন্ন পেশার মানুষ অংশ গ্রহণ করেন।
উল্লেখ্য জন্ম-মৃত্যু নিবন্ধন আইন, ২০০৪ এর ৮ ধারা অনুযাযী শিশু জন্মের ৪৫ দিনের মধ্যে নিবন্ধন, কোনো ব্যক্তির মৃত্যুর ৪৫ দিনের মধ্যে মৃত্যু নিবন্ধন করতে হবে। এটাকে আরও ইফেক্টিভ করার জন্য দিবসটি পালনের সিদ্ধান্ত হয়েছে। যাতে সাধারণ মানুষ আরও উদ্বুদ্ধ হয়।
মন্তব্য করুন