জাকান্দি এলাকায় ৪ জুয়াড়িকে জুয়া খেলা অবস্থায় গ্রেফতার
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলার নাজিরাবাদ ইউনিয়নের জাকান্দি এলাকায় মসুদ মিয়ার বসত বাড়ীতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় জাকান্দি এলাকায় ৪ জুয়াড়িকে জুয়া খেলা অবস্থায় গ্রেফতার করা হয়।
১ মে শনিবার মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ ইয়াছিনুল হক এর নির্দেশনা ও পুলিশ পরিদর্শক মশিউর রহমান এর সার্বিক তত্বাবধানে মডেল থানার এসআই(নিঃ), মোঃ আবু নাইয়ুম মিয়া, এসআই, আব্দুল খালেক ও সঙ্গীয় ফোর্স সহ অভিযান চালানো হয়।
জাকান্দি গ্রামের মোঃ জাবেদ মিয়া(৩০), পিতা-মোঃ হাদিস মিয়া, ইয়াহিয়া দেওয়ান(৩৫), পিতা-জাকারিয়া দেওয়ান, উভয় সাং-জাকান্দি, শহিদ খান(৩০), ছালামত খান(৩৮), উভয় পিতা-সোপান খান, সাং-স্বল্প জাকান্দি, মৌলভীবাজার।
এ সময় জুয়া খেলার আসর থেকে নগদ ২,৭৩০/-(দুই হাজার সাতশত ত্রিশ দশ) টাকা ও খেলায় ব্যবহৃত তাস জব্দ করে পুলিশ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয় । জানা যায়- অনেকদিন যাবত নাজিরাবাদ ইউপিস্থ স্বল্প জাকান্দি এলাকায় একটি বড় জুয়াড়ি চক্র গড়ে উঠেছে।
মন্তব্য করুন