জাকান্দি এলাকায় ৪ জুয়াড়িকে জুয়া খেলা অবস্থায় গ্রেফতার

May 2, 2021,

স্টাফ রিপোর্টার মৌলভীবাজার সদর উপজেলার নাজিরাবাদ ইউনিয়নের জাকান্দি এলাকায় মসুদ মিয়ার বসত বাড়ীতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় জাকান্দি এলাকায় ৪ জুয়াড়িকে জুয়া খেলা অবস্থায় গ্রেফতার করা হয়।

১ মে শনিবার মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ ইয়াছিনুল হক এর নির্দেশনা ও  পুলিশ পরিদর্শক মশিউর রহমান এর সার্বিক তত্বাবধানে মডেল থানার এসআই(নিঃ), মোঃ আবু নাইয়ুম মিয়া, এসআই, আব্দুল খালেক ও সঙ্গীয় ফোর্স সহ অভিযান চালানো হয়।

জাকান্দি গ্রামের  মোঃ জাবেদ মিয়া(৩০), পিতা-মোঃ হাদিস মিয়া, ইয়াহিয়া দেওয়ান(৩৫), পিতা-জাকারিয়া দেওয়ান, উভয় সাং-জাকান্দি, শহিদ খান(৩০), ছালামত খান(৩৮), উভয় পিতা-সোপান খান, সাং-স্বল্প জাকান্দি, মৌলভীবাজার।

এ সময় জুয়া খেলার আসর থেকে নগদ ২,৭৩০/-(দুই হাজার সাতশত ত্রিশ দশ) টাকা ও খেলায় ব্যবহৃত তাস জব্দ করে পুলিশ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয় । জানা যায়- অনেকদিন যাবত নাজিরাবাদ ইউপিস্থ স্বল্প জাকান্দি এলাকায় একটি বড় জুয়াড়ি চক্র গড়ে উঠেছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com