জালালাবাদ প্রদেশ বাস্তবায়নের দাবীতে মানব*বন্ধন

May 10, 2025,

স্টাফ রিপোর্টার : সিলেট বিভাগে জালালাবাদ প্রদেশ বাস্তবায়নের দাবীতে মৌলভীবাজারে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

১০মে শনিবার দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাব প্রাঙ্গণে এ মানববন্ধনের আয়োজন করে জালালাবাদ প্রদেশ বাস্তবায়ন পরিষদ, মৌলভীবাজার জেলা।

মৌলভীবাজার প্রেসক্লাবের আহবায়ক বকশি ইকবাল আহমদের সভাপতিত্বে ও  এম এ রহিমের সাঞ্চলনায় এতে বক্তব্য দেন মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির আহবায়ক এডভোকেট মুজিবুর রহমান মুজিব, সুনামগঞ্জ জেলা বার সমিতি সাবেক সভাপতি রবিউল লেইস রোকেস, প্রধান উদ্যোক্তা জালালাবাদ প্রদেশ বাস্তবায়ন পরিষদ আব্দুল খালিক, প্রধান সমন্বয়ক সিলেট জেলা বাস্তবায়ন পরিষদ তারেক চৌধুরী, সহ সাধারণ সম্পাদক সিলেট জেলা সড়ক পরিবহন মাহবুব মিয়া, সহসভাপতি সিলেট জেলা সড়ক পরিবহন মানিক মিয়া, ব্যবসায়ি আব্দুল হামিদ চৌধুরী, সাংবাদিক মো: আব্দুল ওয়াদুদ, এম এ হামিদ, মো: রেজাউল কিবরিয়া, নাগরিক ফোরামের মৌলভীবাজার এর সহ সহসভাপতি মো: খালেদুর রহমান চৌধুরী, এম খছরু চৌধুরী প্রমুখ।

বক্তারা বলেন, সংখ্যা গরিষ্ট বাংলাদেশে উন্নয়নের কথা চিন্তা করে বিভাগীয়ভাবে প্রদেশ ঘোষনা করতে হবে। সিলেট বিভাগ জালালাবাদ প্রদেশ বাস্তবায়ন করতে হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com