জুলাই আন্দোলনে নি/হত/দের স্মরণে শ্রীমঙ্গলে জামায়াতের দোয়া মাহফিল

শ্রীমঙ্গল প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্রীমঙ্গল উপজেলার আয়োজনে জুলাই আন্দোলনে নিহতদের স্মরণে ও আহতদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ০১ জুলাই বাদ মাগরিব জামায়াতে ইসলামী শ্রীমঙ্গল উপজেলা শাখার প্রধান কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় উপজেলা জামায়াতের আমীর মাওলানা ইসমাইল হোসেন’র সভাপতিত্বে ও সদর ইউনিয়ন জামায়াতের সভাপতি আব্দুল্লাহ আল মনসুর এর সঞ্চালনা এতে উপস্থিত থেকে দোয়া পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন, সহকারী সেক্রেটারি ও যুব বিভাগের সভাপতি মো: তারেক মাহফুজ, পৌর জামায়াতের সভাপতি আব্দুল কাদির-সহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ ও জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দ প্রমুখ।
দোয়া পূর্বে আলোচনা সভায় বক্তব্যে উপজেলা জামায়াতের আমীর মাওলানা ইসমাইল হোসেন বলেন, ৫ আগস্টের আগে মসজিদে নামাজ পড়তে গেলেও পুলিশি পাহারা থাকতো। মসজিদের ভিতরে গিয়ে পুলিশ মুসল্লিদের সাথে দূর্ব্যবহার করেছে। বিগত জুলাই আন্দোলনে শহীদদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি।
তিনি বলেন, আওয়ামীলীগ ইতিহাস থেকে শিক্ষা নেয়নি। তারা দমন পীড়ন করে মানুষকে দমিয়ে রাখতে চেয়েছিল। তাদের ইতিহাস দমন-পীড়নের ইতিহাস। তাদের এই সাড়ে ১৫ বছরের জুলুম থেকে মানুষ রক্তের বিনিময়ে মুক্তি পেয়েছে। জুলাই আন্দোলনে শহীদদের মাগফেরাত কামনা করছি। আর যারা আহত হয়েছেন তাদের সুস্থতা কামনা করছি। পরে আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মন্তব্য করুন