জুড়ীতে দুদকের গণশুনানি

April 17, 2016,

বিশেষ প্রতিনিধি॥ সরকারি কর্মকর্তা ও কর্মচারিদের জবাবদিহিতার মধ্যে আনার জন্য ও জনগনের নাগরিক অধিকার প্রতিষ্ঠার জন্য মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় গণশুনানির আয়োজন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

জাইকার সহযোগিতায় ১৭ এপ্রিল রোববার সকাল ১০ টায় অনুষ্ঠিত হতে যাওয়া গণশুনানিতে অংশগ্রহন করবে উপজেলা ভূমি অফিস, উপজেলা সেটেলমেন্ট অফিস, উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ অফিস এবং উপজেলা পল্লী বিদ্যুৎ ও ওয়াবদা অফিস। উক্ত গণশুনানিতে উপস্থিত থাকবেন দুর্নীতি দমন কমিশন (দুদক) এর কমিশনার ড. নাসির উদ্দিন আহমেদ ও পরিচালক মনিরুজ্জামান। জাইকার প্রতিনিধি আকিকো সুগি মোটো ও সিনিয়ার কনসাটেন্ড সাবেক মন্ত্রি পরিষদ সচিব আলি ইমাম মজুমদার।

উক্ত গণশুনানি সফল করতে ১৫ এপ্রিল শুক্রবার সন্ধ্যায় জুড়ী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এক মতবিনিময় সভা করেন। উক্ত মতবিনিময় সভায় সভাপতি তাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশন (দুদক) এর সিলেট বিভাগীয় পরিচালক ড. আবুল হাসান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com