জুড়ীতে ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন

August 8, 2016,

জুড়ী প্রাতনিধি॥ জুড়ী উপজেলায় æঅর্থ, পুষ্টি, স্বাস্থ্য চান-দেশী ফল বেশী খান” এই প্রতিপাদ বিষয়ে নিয়ে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে র‌্যালী ও আলোচনা সভা ও তিন দিনে ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে।

৬ আগষ্ঠ শনিবার সকাল ১১ টায় ফদল বৃক্ষ মেলার বিশাল র‌্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিক করে উপজেলা পরিষদের সামনে এসে ফলদ বৃক্ষ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। মেলার উদ্বোধন শেষে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাছির উল্লাহ খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের মাননীয় হুইপ আলহাজ্ব মোঃ শাহাব উদ্দিন এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান গুলশান আরা মিলি, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক আজির উদ্দিন, কৃষকদের মধ্যে বক্তব্য রাখেন আব্দুল লতিফ। ফলদ বৃক্ষ মেলার স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা দেবল সরকার। অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথি ছিলেন জুড়ী থানার অফির্সার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনি, মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জিতা শর্মা,  যুগ্ম আহবায়ক বদরুল হোসেন, আলহাজ্ব শফিক আহমদ, পশ্চিম জুড়ী ইউপি চেয়ারম্যান শ্রীকান্ত দাস, গোয়ালবাড়ী ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন লেমন, জায়ফরনগর ইউপি সাবেক চেয়ারম্যান নজমুল ইসলাম মাষ্টার, উপজেলা আওয়ামীলীগের সদস্য আব্দুল কাদির দারা, মাসুক আহমদ, পশ্চিম জুড়ী ইউপি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জুবের হাসান জেবলু, যুবগলীগের সভাপতি আব্দুল খালিক সোনা, সাধারণ সম্পাদক রিংকু রঞ্জন দাস, জুড়ী উপজেলা প্রেসক্লাব সভাপতি মঞ্জুরে আলম লাল, জুড়ী উপজেলা সাংবাদিক কল্যাণ পরিষদের সভাপতি মোঃ তাজুল ইসলাম, ছাত্রলীগ নেতা শেখরুল ইসলাম, আব্দুল মতিন প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com