জেলা মহিলা আওয়ামীলীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন পালিত

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলা মহিলা আওয়ামীলীগের উদ্যোগে মৌলভীবাজার জাতীয় মহিলা সংস্থার আইভি রহমান হলে একটি আলোচনা সভা, দোয়া মাহফিল এবং কেক কাটার মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করা হয়।
মঙ্গলবার ২৮ সেপ্টেম্বর এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার হবিগঞ্জ আসনের সংসদ সদস্য ও জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি সৈয়দা জোহরা আলাউদ্দিন এমপি, জেলা মহিলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক রেজিয়া রহমান, যুগ্ন সাধারণ সম্পাদক রাহিলা আহমদসহ মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দরা।
আলোচনা সভা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীঘার্য়ূ কামনা করে দোয়া পরিচালনা করা হয় এবং কেক কাটা হয়।
বক্তব্য প্রদানকালে সৈয়দা জোহরা আলাউদ্দিন এমপি বলেন, করোনাভাইরাস মহামারিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গৃহীত পদক্ষেপগুলো আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। উন্নত দেশের সাথে তাল মিলিয়ে এদেশের মানুষের জন্য টিকার ব্যবস্থা করেছেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ইতিহাসের সবচেয়ে সফল রাষ্ট্রনায়ক। তিনি এদেশের মানুষের ভাগ্য উন্নয়নের কাজ করে যাচ্ছেন।
মন্তব্য করুন