জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে অসহায় পথচারীদের মাঝে ইফতার বিতরণ

April 30, 2022,

স্টাফ রিপোর্টার॥ পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নির্দেশে ও বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাবু নির্মল রঞ্জন গুহ সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু’র ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সুব্রত পুরকায়স্থ এর নিদের্শনায় ইফতার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

৩০ এপ্রিল শনিবার মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে কুসুমবাগ এলাকায় অসহায় মানুষ ও পথচারীদের মাঝে ইফতার বিতরণ করা হয়।

উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমদ এমপি। এছাড়া উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কামাল হোসেন,সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকবর আলী,জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নজমুল হক ও সাধারণ সম্পাদক মোজাম্মেল হক রাব্বি,সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও ১২নং গিয়াসনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ শামছুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী টিপু,পৌর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক সৈয়দ জাকির হোসেন ও যুগ্ম আহবায়ক আব্দুস সালাম সহ সংগঠনের জেলা সদর উপজেলা পৌর ও ইউনিয়ন নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com