তৈয়ব-তাহিরুন নেছা ফাউন্ডেশনের উদ্যোগে হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলার তৈয়বনগর (বাউরঘড়িয়া) সৈয়দ তাহিরুন নেছা হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে তৈয়ব-তাহিরুন নেছা ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র হিফজুল কুরআন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ১৬ মার্চ সকালে ১ম বারের মতো আয়োজিত হিফজুল কুরআন প্রতিযোগিতায় সদর উপজেলার ১২ টি হাফিজিয়া মাদ্রাসার ৬০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
তৈয়ব-তাহিরুন নেছা ফাউন্ডেশনের সভাপতি, বার্তা সংস্থা বাসসের জেলা প্রতিনিধি ও সুজনের জেলা সভাপতি বিশিষ্ট সমাজ সেবক ডা: ছাদিক আহমদ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মাওলানা শামসুল ইসলাম।
সামাজিক সংগঠন শেখ বুরহানুদ্দিন (র:) সোসাইটির সভাপতি এম মুহিবুর রহমান মুহিব এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সাংবাদিক দৈনিক জনকন্ঠ ও বাংলাভিশন প্রতিনিধি সৈয়দ হুমায়েদ আলী শাহীন, এনটিভির স্টাফ করেসপনডেন্ট এস এম উমেদ আলী, মাওলানা আছাব আলী আনসারী, মাওলানা জুবের আহমদ, মাওলানা আশরাফ আলী প্রমুখ। বিচারকের দায়িত্ব পালন করেন হাফিজ রুহুল আমিন, হাফিজ আব্দুল খালিক,হাফিজ আব্দুল্লাহ।
প্রতিযোগিতায় ‘ক’ গ্রুপে প্রথম স্থান অর্জন করেন হাফিজ মাহমুদুর রহমান। ২য় স্থান অর্জন করেন হাফেজ মো: সাজ্জাদুর রহমান আল আমিন। ৩য় স্থান অর্জন করেন হাফেজ মো: সানিউল ইসলাম। খ গ্রুপে ১ম স্থান অর্জন হাফেজ মো: সায়েম আহমদ। ২য় স্থান অর্জন করেন হাফেজ মো: মিজানুর রহমান। ৩য় স্থান অর্জন করেন হাফেজ মো: অলিউর রহমান। বিজয়ীদের মধ্যে ক্রেষ্ট, সনদপত্র ও নগদ অর্থ করে অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ।
মন্তব্য করুন