নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারে ভোক্তা-অধিকার অধিদপ্তরের অভিযান এবং জরিমানা

August 14, 2022,

স্টাফ রিপোর্টার॥ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল-আমিন এর নেতৃত্বে সদর মডেল থানার পুলিশ ফোর্স ও র‌্যাব-৯ ফোর্সের সহযোগিতায় রবিবার ১৪ আগস্ট মৌলভীবাজার কুদরত উল্লা রোড,পশ্চিমবাজারসহ বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় পণ্য দ্রব্যের প্রতিষ্ঠানে অভিযান পরিচালিত হয়। উক্ত অভিযানে অতিরিক্ত দামে ডিম বিক্রয় করা, ক্রয় ভাউচার সংরক্ষণ না করা, দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন না করা, প্রতিশ্রুতি অনুযায়ী পণ্য বিক্রয় না করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে পশ্চিমবাজারে অবস্থিত মেসার্স পদ্মাবতি ডিম সেন্টারকে ৫ হাজার টাকা, মেসার্স কামরুল ষ্টোরকে ২ হাজার টাকা, কুদরত উল্ল্যা রোডে অবস্থিত ভাই ভাই ডিম আড়ৎকে ৫ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আজকের অভিযানে ডিম এবং মুরগি ব্যবসায়ীদের দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন করা, ক্রয় ও বিক্রয় ভাউচার সংরক্ষণ করা এবং ন্যায্য দামে উক্ত পণ্যগুলো বিক্রয় করার জন্য নির্দেশনা দেওয়া হয়। আজকের অভিযানে ৩ টি প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com