নিষেধাজ্ঞা অমান্য করায় ১৭৭ ব্যক্তিকে ১,৩০,৬৯০ টাকা জরিমানা

July 2, 2021,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে নিষেধাজ্ঞা অমান্য করে অপ্রয়োজনে বাইরে থাকা এবং দোকানপাট খোলা রাখার অপরাধে ৯০ জনকে আটক এবং অপ্রয়োজনে বাইরে থাকার অপরাধে ১৭৭ ব্যক্তিকে মোট ১,৩০,৬৯০/-টাকা অর্থদন্ড করা হয়েছে।
২ জুলাই শুক্রবার সকাল ৯.৩০ ঘটিকা থেকে সন্ধ্যা ৭.০০ ঘটিকা পর্যন্ত মৌলভীবাজার জেলার সকল উপজেলার বিভিন্নস্থানে আইন অমান্য করে শপিংমল, মার্কেট খোলা রাখা, গণপরিবহন ও সিএনজি চলাচল, স্বাস্থ্যবিধি না মেনে বাহিরে অবস্থান করায় ১৭৭ ব্যক্তিকে মোট ১,৩০,৬৯০/- টাকা অর্থদন্ড প্রদান ও আদায় করা হয় এবং ৯০ জন ব্যক্তিকে আটক করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, সহকারী কমিশনার (ভূমি), সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ। সকাল থেকে জেলা প্রশাসন, সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব, পুলিশ, আনসার জেলার সকল উপজেলায় লকডাউন কার্যকরে মাঠে কাজ করছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com