পথ শিশুদের পবিত্র রমজান উপলক্ষে ক্লাস ওয়ান থেকে পঞ্চম শ্রেনী পযর্ন্ত বই উপহার

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার শহরের পথ শিশুদের পবিত্র রমজান মাসের ইসলামী শিক্ষা শেষে বিদায়ী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জ সাবরিনা রহমান। উক্ত অনুষ্ঠান ৩০ এপ্রিল শনিবার দুপুরে সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে ক্লাস ওয়ান থেকে পঞ্চম শ্রেনী পযর্ন্ত বই উপহার দিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা রহমান।
এদিকে মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান ক্লাস রুমের ব্যবস্থা করে দিলেন। অতি তাড়াতাড়ি ক্লাস রুমের সংস্কার করে দিবেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
উক্ত অনুষ্ঠানে আনন্দ পাঠশালার সকল শিক্ষক বৃন্দসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান সদর উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা রহমান। এসময়ে আরো উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট শিক্ষক বৃন্দ,সামাজিক রাজনৈতিক ও বিভিন্ন পেশার লোকজনসহ আরও অনেকে।
এবিষয়ে ইউনিয়ন চেয়ারম্যান আখতার উদ্দিন জানান পথ শিশুদের শহরের বিভিন্ন জায়গায় ভিক্ষা করতে দেখা যায়। তাদের ভিক্ষাবৃত্তি থেকে ফিরিয়ে আনার লক্ষ্যে ভাসমান শিক্ষার্থীদের নিয়ে আনন্দ পাঠশালা কার্যক্রম শুরু হয়েছে।
বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলার জন্য,স্বাক্ষরতার হার বৃদ্ধি করার লক্ষ্যে এসকল পথ শিশুদের ভিক্ষা ভিত্তির পথ থেকে ফিরিয়ে আনতে সবার সহযোগিতা প্রয়োজন এবং মৌলভীবাজারকে ভিক্ষুক মুক্ত শহর তৈরি করার জন্য যার যার অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
উল্লেখ্য মৌলভীবাজার সদরের চাঁদনীঘাট ইউনিয়ন পরিষদ হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা রহমানের সার্বিক সহযোগিতায় ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আখতার উদ্দিন আহমদ এর পরিচালনায় শহরতলী ও আশেপাশের শিশুদের ভিক্ষুক মুক্ত করার লক্ষ্যে গড়ে উঠেছে আনন্দ পাঠশালা।
১৬ এপ্রিল চাদনীঘাট ইউনিয়ন পরিষদ হলরুমে অস্থায়ীভাবে কলেজ পড়ুয়া একদল শিক্ষার্থীর উদ্যোগে এই শ্রেণী কার্যক্রম শুরু হয়। শহরের বিভিন্ন জায়গা থেকে প্রায় ১২০ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করছে, নেয়া হচ্ছে প্রতিদিন ক্লাস।
মন্তব্য করুন